news
মনোনয়ন পত্র সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি
নির্বাচন কমিশন - ২০২৩

সম্মানিত সদস্যবৃন্দ,

এতদ্বারা ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড এর সকল সদস্যদের সদয় অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ২৮.০৭.২০২৩ইং তারিখে অনুষ্ঠিতব্য ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড এর কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণের জন্যে আগামী ১১.০৬.২০২৩ইং তারিখ হতে ১৪.০৬.২০২৩ইং তারিখ ( দুপুুর ১২:০০ ঘটিকা হতে রাত্রি ৮:০০ ঘটিকা) পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হবে । নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সদস্যদেরকে নির্ধারিত মনোনয়ন পত্র ফি প্রদান সাপেক্ষে স¦য়ং কিংবা তাহার মনোনীত প্রতিনিধির মাধ্যমে ক্লাবের এক্সিকিউটিভ, এডমিন এন্ড একাউন্টস জনাব প্রান্ত সরকার তপু ( মোবাইল নম্বর -  ০১৭৪৬ ৩২৫৯৭২) এর নিকট হইতে মনোনয়ন পত্র সংগ্রহ করতে অনুরোধ করা হইল। উক্ত তারিখ ও সময়ের পর আর কোন মনোনয়ন পত্র বিতরণ করা হবে না।

ধন্যবাদান্তে,

মো: জুলফিকার আলী                            এস. এম. মঈনুল কবীর
নির্বাচন কমিশনার                                প্রধান নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশন-২০২৩                          নির্বাচন কমিশন-২০২৩